মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ শিল্পে অবদানের জন্য জিতেছেন ফরাসি সরকারের নাইট উপাধি এবং দেশে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা—স্বাধীনতা পুরস্কার। চিত্রকর্মে সংগ্রামী মানুষের প্রতিকৃতিতে দুর্দমনীয় শক্তি ও অপ্রতিরোধ্য গতির ইঙ্গিতময় অভিব্যক্তির জন্য সুপরিচিত। দেশে ও বিদেশে তাঁর শতাধিক প্রদর্শনী হয়েছে। দেশীয় শিল্পীদের মধ্যে শাহাবুদ্দিনের শিল্পকর্মের মূল্য আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি। ঐতিহাসিক ৭ই মার্চের জনসভায় তিনি স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত ছিলেন।