জাতির পিতার জন্মশতবর্ষে কথাপ্রকাশ নিবেদিত বার্তা২৪.কমের বিশেষ আয়োজন—“বঙ্গবন্ধুর গ্রন্থত্রয়ী”। শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন উদযাপনে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত মুজিববর্ষের আরম্ভকালীন এই আয়োজন—২০১২ সালে প্রকাশিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ২০১৭ সালে প্রকাশিত ‘কারাগারের রোজনামচা’ ও সবশেষ এ বছর ফেব্রুয়ারিতে প্রকাশিত ‘আমার দেখা নয়াচীন’—বই তিনটির ওপর।
আজ (১৯ মার্চ ২০২০) “বঙ্গবন্ধুর গ্রন্থত্রয়ী”র তৃতীয় বই—‘আমার দেখা নয়াচীন’ নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক মুনতাসীর মামুন গবেষক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর মহাপরিচালক, সাংবাদিক জাফর ওয়াজেদ এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর।
গত মঙ্গলবার (১৭ মার্চ ২০২০) প্রচারিত “বঙ্গবন্ধুর গ্রন্থত্রয়ী”র প্রথমটি—‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষক শামীম আখতার চৌধুরী, সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ভিত্তিক আলোচিত উপন্যাস ‘আগস্ট আবছায়া’র লেখক মাসরুর আরেফিন এবং ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির প্রকাশনা প্রতিষ্ঠান দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) নির্বাহী পরিচালক মাহরুখ মহিউদ্দিন।
বুধবার (১৮ মার্চ ২০২০) গ্রন্থত্রয়ীর দ্বিতীয় আলোচনা ‘কারাগারের রোজনামচা’য় অংশ নেন বিশিষ্ট গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি ও বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং কবি ও ‘কারাকাগারের রোজনামচা’ বইটির গ্রাফিক ডিজাইনার কবি তারিক সুজাত।