সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত পরিসরে বৃদ্ধি পাওয়ার পরের বছর—২০১৫ থেকে টানা ষষ্ঠবারের মতো অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা পর্ষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ড. জালাল আহমেদ। নীতি নির্ধারণী পর্যায় থেকে মেলার মাঠে বাস্তবায়িত প্রায় সকল কিছুর সাথে ওতপ্রেতভাবে জড়িয়ে থাকা ড. জালাল—সংবাদকর্মীদের কাছে বইমেলাসংক্রান্ত সবচেয়ে কার্যকর মুখপাত্র। বঙ্গবন্ধুর ওপর তাঁর লেখা গবেষণাগ্রন্থ ‘বঙ্গবন্ধু গণপরিষদ এবং সংবিধান’—এবারের বইমেলায় বাংলা একাডেমি থেকে প্রকাশিতব্য। কথা বলেছেন বইমেলায় বার্তার বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ।