অনুবাদক ও সাংবাদিক রওশন জামিল খ্যাতিমান তার কাজের উচ্চমানের কারণে, দুই ভূমিকাতেই। বিশ্ববিদ্যালয় শেষ করে দৈনিক বার্তায় কিছুদিন সম্পাদকীয় সহকারী। তারপর দৈনিক নিউ নেশনে সহসম্পাদক। সংবাদে স্পোর্টস রিপোর্টার। এরপর প্রবাস, দীর্ঘদিন ইউএস ইনফরমেশন সার্ভিস এবং কানাডিয়ান হাই কমিশনের তথ্য বিভাগে কাজ করেছেন। এরপর নিউইয়র্ক শিক্ষা বিভাগের অনুবাদ শাখায়। সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন অনুবাদ করেছেন অনেকের সাথে, সেসবও খ্যাতি দিয়েছে তাঁকে। এবার বইমেলায় এসেছে তাঁর অনূদিত আর্নেস্ট হেমিংওয়ের বিশ্বখ্যাত উপন্যাস দি ওল্ড ম্যান এন্ড দ্য সী। কথা বলেছেন বইমেলা উপলক্ষে বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ