১৮ মার্চ শুরু বাংলাদেশ-দ. আফ্রিকার লড়াই

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 00:20:22

আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশের ক্রিকেটাররা। টাইগারদের এই সফরের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এবারই প্রথম দক্ষিণ আফ্রিকার মূল টেস্ট ভেন্যু ডারবান ও পোর্ট এলিজাবেথে টেস্ট খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি দিয়ে ৫ মার্চ শেষ হবে আফগানিস্তান সিরিজ। আফগানদের বিপক্ষে খেলা শেষ করে বিশ্রামের খুব বেশি সময় পাবে না টাইগাররা। পরপরই লাল-সবুজের প্রতিনিধিদের উড়াল দিতে হবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অধীনে ওয়ানডে দিয়ে ১৮ মার্চ মাঠে গড়াবে দুদলের মাঠের লড়াই। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২৩ মার্চ। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচ খেলবে সেঞ্চুরিয়নে। মাঝের দ্বিতীয় ম্যাচ হবে জোহানেসবার্গে।

শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৮ এপ্রিল। লাল-বলের শেষ ম্যাচটির ভেন্যু পোর্ট এলিজাবেথ।

এ সম্পর্কিত আরও খবর