রাঁচিতে তৃতীয় দিনেও চলছে স্পিন মহড়া 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-25 14:52:57

 

রাঁচি টেস্টের শুরুটা হয়েছিল পেস তোপেই। অভিষিক্ত আকাশ দীপের পেসে কাবু হয়েছিলেন ইংলিশদের শুরুর তিন ব্যাটার। টেস্টের প্রথম দিনে বাকি চার উইকেটের মধ্যে আরও দুটি উইকেট নিয়েছিলেন আরেক ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ৭ উইকেটের ৫টিই ছিল পেসারদের দখলে। তবে পরের দিনেই ২২ গজে রাজত্ব শুরু স্পিনার। যা চলমান তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষেও। দ্বিতীয় দিনে মোট দশ উইকেটের ৯টিই ছিল স্পিনারদের এবং তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত আট উইকেটের ৭টিই। 

দলের কঠিন অবস্থায় জুরেলের দুর্দান্ত ৯০ রানের ইনিংসে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩০৭ রানের সংগ্রহ পায় ভারত। এতে ৪৬ রানের লিড পাওয়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ভুগছে স্পিন জুজুতেই। প্রথম ইনিংসে ১১২ রানের মাথায় হারিয়েছিল ৫ উইকেট। এবার শেষ খবর পাওয়া পর্যন্ত খানিকটা আগের ইনিংসের পুনরাবৃত্তি ঘটিয়ে ১২০ রান যোগ করতেই সাজঘরে পাড়ি জমিয়েছেন ৫ জন। অশ্বিন নিয়েছেন ৩ উইকেট, বাকি ২টি কুলদীপের। 

২২ গজে বর্তমানে ৩০ রানে অপরাজিত আছেন জনি বেয়ারস্টো। 

এর আগে রুটের ১২২ ও ওলি রবিনসনের ৫৮ রানের ভরে ৩৫৩ রানের সংগ্রহ পায় বেন স্টোকসের দল। তারই জবাবে জয়সওয়ালের ৭৩ রানে বাদে টপ-অর্ডারদের ব্যর্থতার দিনে জুরেলের ৯০ রানের ভরে তিনশ ছাড়ায় ভারতের প্রথম ইনিংস।

এ সম্পর্কিত আরও খবর