গ্রন্থমেলায় অপূর্ব খন্দকারের ৩৫ বইয়ের প্রচ্ছদ

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রন্থমেলায় অপূর্ব খন্দকারের করা বইয়ের প্রচ্ছদ, ছবি: সংগৃহীত

গ্রন্থমেলায় অপূর্ব খন্দকারের করা বইয়ের প্রচ্ছদ, ছবি: সংগৃহীত

একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে প্রচ্ছদ শিল্পী অপূর্ব খন্দকারের ৩৫টি বইয়ের প্রচ্ছদ। বইগুলো বিভিন্ন প্রকাশনী থেকে মেলায় এসেছে।

উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে জনপ্রিয় কথাসাহিত্যিক আলী ইমামের ‘এক যে ছিল’, আহমেদ ইউসুফ সাবেরের উপন্যাস ‘ফিরে আসা যায় না’, রানা জামানের ‘বঙ্গবন্ধু ধ্রুবতারা’, সাংবাদিক রাশেদ রাব্বির প্রবন্ধ ‘নিষিদ্ধ’ এবং সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউর রহমান রিজভীর ‘তিনটি টেলিভিশন নাটক’ ও ‘ভালোবেসে চলে যেতে নেই’।

বিজ্ঞাপন

বইগুলো বাংলাদেশ রাইটার্স গিল্ট, দোয়েল প্রকাশনী সহ বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত, অপূর্ব খন্দকার পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার হলেও প্রচ্ছদ শিল্পে বিশেষ ভূমিকা রাখছেন। ২০১২ সাল থেকে তিনি নিয়মিতভাবে বইমেলায় বিভিন্ন প্রকাশনী ও ব্যক্তি পর্যায়ে প্রচ্ছদ ডিজাইন করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

তার করা প্রচ্ছদগুলো লেখক ও পাঠক মহলে বেশ প্রশংসিত ও আলোচিত হচ্ছে। ২০১৫ সালে প্রচ্ছদ শিল্পে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ রাইটার্স গিল্ট থেকে তাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।