তৃতীয় লিঙ্গের মানুষকে চাকরি দিলে কর ছাড়

  বাজেট অর্থবছর ২০২১-২২
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যে প্রতিষ্ঠান তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিবে, তারা কর ছাড় পাবে। নতুন অর্থ বছরের (২০২১-২২) বাজেটে এমন প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) বেলা তিনটায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে সামাজিক এবং অর্থনীতির মূলধারায় আনতে সরকারের যে চেষ্টা, তা ফলপ্রসূ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, যদি কোনো প্রতিষ্ঠান তার মোট কর্মচারীর ১০ শতাংশ বা ১০০ জনের অধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেয়, তবে ওই কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ, যেটি কম, তা নিয়োগকারীকে কর রেয়াত হিসেবে প্রদানের জন্য প্রয়োজনীয় বিধান সংযোজনের প্রস্তাব করছি।

বিজ্ঞাপন

জানা যায়, আর্থিক ও সামাজিক ভাবে তৃতীয় লিঙ্গের মানুষরা পিছিয়ে আছে বলেই এ প্রস্তাব দেওয়া হয়েছে।