দাম বাড়ছে সিম কার্ডের

  বাজেট অর্থবছর ২০২১-২২
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইলের সিম কার্ডের সরবরাহের ওপর সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপন করা হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিজ্ঞাপন

জানা গেছে, সিম কার্ডে শুল্ক আরোপ করা হলেও তা খুব বেশি প্রভাব পড়বে না। কারণ চাহিদার ১০ শতাংশেরও কম সিম আমদানি করা হয়। আর বাকি ৯০ শতাংশ সিম দেশেই তৈরি হয়। দেশে এখন ৭টি প্রতিষ্ঠান সিম কার্ড তৈরি করে।

মোবাইল ফোন অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম সংবাদমাধ্যমকে বলেন, দেশের ইতিহাসে প্রস্তাবিত সর্ববৃহৎ বাজেট দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে টেলিযোগাযোগ খাতকে কিছুটা হলেও সংকুচিত করবে। এরপরও সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে পরিপূর্ণ উদ্যমে কাজ করে যেতে চাই।

বিজ্ঞাপন