লাঙ্গল-নিড়ানীসহ কৃষি উপকরণে কর অব্যাহতির প্রস্তাব

  বাজেট অর্থবছর ২০২১-২২
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

লাঙ্গল-নিড়ানীসহ কৃষি উপকরণে কর অব্যাহতির প্রস্তাব

লাঙ্গল-নিড়ানীসহ কৃষি উপকরণে কর অব্যাহতির প্রস্তাব

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আধুনিক কৃষি উপকরণের দাম কমনোর প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব পেশ করার সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিজ্ঞাপন

বাজেট বক্তৃতায় তিনি বলেন, স্বল্পমূল্যে কৃষিজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের জন্য কৃষি খাতের আধুনিকায়নের লক্ষ্যে কৃষি উপকরণের নিম্নোক্ত ক্ষেত্রে মূল্য সংযোজন কর অব্যাহতির প্রস্তাব করছি।

এতে উইডার (নিড়ানী) ও উইনোয়ার (ঝাড়াইকল) এর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি। থ্রেসার মেশিন, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, অপারেটেড সিডার, কম্বাইন্ড হারভেস্টর, রোটারি টিলার, উইডার (নিড়ানী), উইনোয়ার (ঝাড়াইকল) ইত্যাদির উপর আমদানি পর্যায়ে আগাম কর অব্যাহতির প্রস্তাব করছি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরে বাজেটের আকার বা মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, যা জিডিপি'র ১৭,৫ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।