এইচএসসি পরীক্ষা: চট্টগ্রামে প্রথমদিনে বহিষ্কার ৩ পরীক্ষার্থী

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে প্রথমদিনে বহিষ্কার ৩ পরীক্ষার্থী

চট্টগ্রামে প্রথমদিনে বহিষ্কার ৩ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার প্রথমদিন চট্টগ্রামে অসুদাপয় অবলম্বন করায় তিনজনকে বহিষ্কার করা হয়েছে। খাগড়াছড়ির দীঘিনালা সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন ওই তিনজন।

রোববার (৩০ জুন) বাংলা (আবশ্যিক)-১ম পত্র পরীক্ষা চলাকালীন এই বহিষ্কারের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান। তিনি বলেন, ‘বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে দুজন মানবিক বিভাগের এবং একজন ব্যবসায় শিক্ষা বিভাগের। ১১৫ কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।’

শিক্ষাবোর্ড সূত্র জানায়, প্রথমদিনের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ১ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বাংলা ১ম পত্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৩ হাজার ১৪৪ জন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৯২ হাজার ১৬৯। অর্থাৎ ৯৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন