বাইডেনকে সমর্থন দিয়ে ‘দুঃস্বপ্নের অবসান ঘটানো’র আহ্বান জন লিজেন্ডের

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মার্কিন সংগীত শিল্পী জন লিজেন্ড

মার্কিন সংগীত শিল্পী জন লিজেন্ড

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন উভয়ই সেলিব্রেটিদের সমর্থন টানার চেষ্টা করেছিলেন।

ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট  প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানাতে পেনসিলভেনিয়ার প্রচারণা যোগ দেন মার্কিন সংগীত তারকা লেডি গাগা। অন্যদিকে মার্কিন র‌্যাপার সংগীত শিল্পী লিল পাম্প মিশিগানে ট্রাম্পের প্রচারণায় যোগ দিয়ে সমর্থন জানান।

বিজ্ঞাপন

এদিকে লেডি গাগার সাথে জো বাইডেনকে সমর্থন জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী জন লিজেন্ড। তিনি ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে বের করে আমেরিকানদের ‘জাতীয় দুঃস্বপ্নের অবসান ঘটাতে’ অনুরোধ করেছেন।

কিংবদন্তি এই গায়ক বলেন, ‘এই মুহূর্তে আমেরিকা এমন একটি দেশ যেখানে প্রেসিডেন্ট পুলিশকে বর্বরতার জন্য উৎসাহিত করে। তিনি নিজেও বর্ণবাদী, নব্য নাৎসি। আসুন আমাদের সমাজে বর্ণবাদকে নির্মূল করতে শুরু করি।’

বিজ্ঞাপন

এক টুইট বার্তা #ট্যাগ দিয়ে জন লিজেন্ড জানান, আমার সমর্থন জো বাইডেন ও কমলা হ্যারিসকে। আসুন জাতীয় দুঃস্বপ্নের অবসান ঘটাই।