করোনা: বন্ধ দেশের সকল সিনেমা হল

  করোনা ভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনা পরিস্থিতি বিবেচনায় দেশের সব সিনেমা হল ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক সমিতি।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় এমন ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক সমিতি।

বিজ্ঞাপন

এর আগে সংগঠনটির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বার্তা২৪.কমকে মৌখিকভাবে এমন তথ্য নিশ্চিত করেছিলেন।

তবে এ প্রসঙ্গে সংগঠনটির সাবেক সভাপতি ও রাজধানীর মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বার্তা২৪.কমকে জানিয়েছেন তিনি এই সিদ্ধান্তের ব্যাপারে শুনেছেন তবে আনুষ্ঠানিকভাবে কিছুই জানেনা। তবে তিনি নিশ্চিত করেছেন মধুমিতা সিনেমা হল বন্ধ হচ্ছে না। কারণ মাত্র ৮ জন আক্রান্ত হয়েছেন এখনই হল বন্ধের মত পরিস্থিতি হয়নি। অযথা ভীতি সৃষ্টি না করে পরে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন