করোনা আতঙ্ক: পিছিয়ে গেল বরুণ-নাতাশা, রিচা-আলির বিয়ে
করোনা ভাইরাসএই গ্রীষ্মে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিলো বরুণ ধাওয়ান-নাতাশা দালাল ও আলি ফজল-রিচা চাড্ডার। কিন্তু করোনা আতঙ্কে বলিউডের এই দুই অভিনেতাই পিছিয়ে দিয়েছেন তাদের বিয়ের অনুষ্ঠান।
ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য থাইল্যান্ড যাওয়ার কথা ছিলো বরুণ-নাতাশার। কিন্তু এবার সেটি পরিবর্তন করে বিয়ের ভেন্যু ঠিক করা হচ্ছে মুম্বাইয়ে।
এ প্রসঙ্গে বরুণের একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ‘থাইল্যান্ডের একটি আইল্যান্ডে বরুণ-নাতাশার বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। বিয়ের অনুষ্ঠান এখন হবে মুম্বাইয়ে। তবে অপেক্ষা শুধু সময়ের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই সবকিছু চূড়ান্ত করা হবে।’
শোনা যাচ্ছে- পরিস্থিতি অনুকূলে চলে আসলে আগামী এপ্রিল বা মে মাসে বিয়ের দিন ধার্য করতে পারেন বরুণ-আলি।