কমল হাসানের বাড়ি হয়ে উঠবে হাসপাতাল
করোনা ভাইরাসকরোনাভইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের সরকার। এমনকি সরকারকে যে যেভাবে পারছে সেভাবেই সাহায্য করে যাচ্ছেন তারকারাও।
এদের মধ্যে সকলেই করোনা থেকে কিভাবে সুরক্ষা পাওয়া যায় সেই প্রচারণা চালাচ্ছেন। আবার কেউ দিচ্ছেন অনুদান। কেউবা কর্মীদের অগ্রিম বেতন দিয়ে থাকতে বলছেন সঙ্গরোধে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি এমন একটি ইচ্ছের কথা প্রকাশ করেছেন কমল হাসান। যা শোনার পর সকলেই দক্ষিণী এই তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কিন্তু কি এমন কাজ করেছেন কমল হাসান?
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- দক্ষিণের এই সুপারস্টার তার বাড়িকে সাময়িক হাসপাতাল বানাতে চান। যেখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে।
এক টুইটবার্তায় কমল হাসান এই ঘোষণা দিয়ে বলেন, সরকারের সহায়তায় আমি আমার বাড়িকে সাময়িক হাসপাতাল বানাতে প্রস্তুত। সরকার অনুমতি দিলে বাড়িটিকে হাসপাতালে পরিবর্তন করে এবং মেডিকেল টিম এনে করোনায় আক্রান্তদের সাহায্য করতে চাই।
শুধু বাড়িটিকে হাসপাতালে পরিবর্তন নয়, ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণাও দিয়েছেন ৬৫ বছর বয়সী এই তারকা।
কমল হাসান একা নয়, এর আগে রজনীকান্ত, ধানুষ, সুরিয়া, কার্থিসহ অনেকেই অনুদান দিয়েছেন।