কোয়ারেন্টিনের জন্য হোটেল ছেড়ে দিলেন আয়েশার স্বামী
করোনা ভাইরাসনারী, শিশু ও বয়স্কদের জন্য নিজের চারতলার অফিসকে কোয়ারেন্টিন সেন্টার বানানোর প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ খান। এরপর অভিনেতা সোনু সুদ স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের জুহুর হোটেল ছেড়ে দেন। এবার একই পথে হাঁটলেন অভিনেত্রী আয়েশা টাকিয়ার স্বামী ফারহান আজমি।
ফারহান তার হোটেলকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তাব দিয়েছেন বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের কাছে।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “আমার গলফ হোটেলটি কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য বিএমসি’র কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। কেননা এই দুঃসময়ে আমাদের সকলকে একত্রিত হতে হবে।”