করোনাভাইরাস: অভিনব কায়দায় চীনের অভ্যন্তরীণ যোগাযোগ বিছিন্ন

  করোনা ভাইরাস
  • চীন করেসপন্টেন্ড, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উহান থেকে চীনের অন্য প্রদেশগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়/ছবি: সংগৃহীত

উহান থেকে চীনের অন্য প্রদেশগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়/ছবি: সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনাভাইরাস ছড়ানোর পর পরই এই প্রদেশটিকে অন্য সব প্রদেশ থেকে বিছিন্ন করে দেয় চীন প্রশাসন।

বিজ্ঞাপন

বসতবাড়ি থেকে জনসাধারণের বের হওয়ার ওপর কড়াকড়ির পাশাপাশি হুবেই প্রদেশ থেকে কিছুতেই যাতে মানুষ বের হয়ে অন্য প্রদেশে যেতে না পারে সেজন্য হুবেই প্রদেশসহ আরও বেশ কিছু শহরকে লক ডাউন করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর, সড়ক পথ, রেলপথ ও নৌপথ। আঞ্চলিক সড়কে জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আনতে দেখা যায় সড়কে মাটি কেটে রাখতে।


তেমনি কিছু স্থির চিত্র বার্তা২৪.কমের কাছে এসেছে। সেসব ছবিতে কোথাও সড়কে ট্রাক দিয়ে জনসাধারণের যাতায়াতে বিঘ্ন ঘটানোর দৃশ্যও দেখা যায়।


তবে, মহাসড়ক দিয়ে পুলিশি নজরদারির মধ্য দিয়ে প্রশাসনিক কাজে নিয়োজিত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের যানবাহনের যাতায়াত অব্যাহত ছিল।


উল্লেখ্য, গত দুই মাসে বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি এবং মৃত্যের সংখ্যায় প্রায় ৩ হাজারে ছাড়িয়েছে।