দীর্ঘ দিন পর ঘরে ফিরতে শুরু করেছেন উহানের স্বাস্থ্যকর্মীরা

  করোনা ভাইরাস
  • সাকিব এ চৌধুরী, চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দীর্ঘ দিন পর ঘরে ফিরতে শুরু করেছেন উহানের স্বাস্থ্যকর্মীরা, ছবি: সংগৃহীত

দীর্ঘ দিন পর ঘরে ফিরতে শুরু করেছেন উহানের স্বাস্থ্যকর্মীরা, ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়ে ঘরে ফিরতে শুরু করেছেছেন চীনের হুবেই প্রদেশের উহান শহরের স্বাস্থ্যকর্মীরা।

মঙ্গলবার (১৭ মার্চ) চীনের বিভিন্ন প্রদেশ থেকে আসা স্বাস্থ্য কর্মীদের আনুষ্ঠিকভাবে উহান থেকে বিদায় নিতে শুরু করেন। উহান শহরের সাতটি হাসপাতাল এবং ১৪টি অস্থায়ী হাসপাতালে প্রায় ৬৮ হাজার স্বাস্থ্যকর্মী বিভিন্ন প্রদেশ থেকে এসে এখানে করোনাভাইরাসে আক্রান্তদের সেবা করেন।

বিজ্ঞাপন

মার্চ মাসের শুরু থেকে চীনের উহানে করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় দিনদিন আক্রান্তের সংখ্যা কমতে থাকে। ফলে বন্ধ হতে থাকে করোনাভাইরাসের চিকিৎসা দিতে তৈরি করা অস্থায়ী হাসপাতালগুলো।

এর আগে করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরে এর প্রকোপ এতটাই ভয়াবহ অবস্থায় যায় যে বিশাল সংখ্যক করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হয় এখানকার স্বাস্থ্যকর্মীদের।

বিজ্ঞাপন

ফলে চীনের স্বাস্থ্য মন্ত্রাণালয় জরুরি ভিত্তিতে চীনের বিভিন্ন স্থান থেকে স্বাস্থ্যকর্মীদের উহান শহরে পাঠায়। করোনাভাইরাসে আক্রান্তদের সেবা করতে গিয়ে অনেক স্বাস্থ্যকর্মীই এ ভাইরাসে আক্রান্ত হন এবং অনেকের প্রাণহানির ঘটনাও ঘটে।