সম্ভাব্য প্রেসিডেন্ট বাইডেনের জন্য ‘নিরাপত্তা জোরদার করা হবে’

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জো বাইডেন। ছবি: সংগৃহীত

জো বাইডেন। ছবি: সংগৃহীত

মার্কিন গোয়েন্দা সংস্থা শুক্রবার থেকে সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা জোরদার করবে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে জানা যায়, শুক্রবার জো বাইডেন ভাষণ দিতে পারেন, এমন তথ্য গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন বাইডেনের এজেন্টরা।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথরিন মিলহোয়ান এই বিষয়ে মন্তব্য করতে চাননি।

বিজ্ঞাপন

তিনি বলেন, তার সংস্থা শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করে না।

এ বিষয়ে জো বাইডেনের সহযোগীরাও কথা বলতে রাজি হননি।

জো বাইডেন ও তার নির্বাচনী প্রচারণার দল ডেলাওয়ারের একটি কনভেনশন সেন্টারে অবস্থান করছেন। প্রাথমিক ফলাফলে তিনি ২৬৪ ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেকটোরাল ভোট। ফলাফল বাকি থাকা রাজ্যগুলোতে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে জয়ের পাল্লা জো বাইডেনের দিকে ঝুঁকে রয়েছে।