পেনসিলভেনিয়ায় দেরিতে আসা ব্যালট আলাদা রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পেনসিলভেনিয়ায় দেরিতে আসা ব্যালট আলাদা রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

পেনসিলভেনিয়ায় দেরিতে আসা ব্যালট আলাদা রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়ায় জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ছাড়িয়ে কয়েক হাজার ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন।

পেনসিলভেনিয়ার ভোট গণনার হিসেবে এই পরিবর্তনের পর জো বাইডেন এখন বিজয়ের দ্বারপ্রান্তে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, ডাক যোগে প্রদান করা ভোটের গণনা এগিয়ে রয়েছেন জো বাইডেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ার ভোট গণনা বন্ধ করার আবেদন করেছেন। তবে ট্রাম্পের এ্ আইনি চ্যালেঞ্জে অনুমোদন না দিলেও পেনসিলভেনিয়ায় দেরিতে আসা ব্যালট আলাদা রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

বিজ্ঞাপন

নির্বাচনের দিন ৩ নভেম্বর স্থানীয় সময় রাত ৮টার পর কেন্দ্রে আসা ব্যালট আলাদাভাবে গণনা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট বিচারক স্যামুয়েল অ্যাল্টো।

পেনসিলভেনিয়ায় শুরুতে ট্রাম্প এগিয়ে থাকলেও পোস্টাল ব্যালটের সংখ্যা বাড়তে থাকলে এক পর্যায়ে বাইডেন এগিয়ে যেতে শুরু করেন। বর্তমানে বাইডেন প্রায় ২২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন, তবে এখনও কোনো প্রার্থীর জয় সুনিশ্চিত নয়।