বিপুল ব্যবধানে আমরা বিজয়ী হচ্ছি: বাইডেন

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিপুল ব্যবধানে আমরা বিজয়ী হচ্ছি: বাইডেন

বিপুল ব্যবধানে আমরা বিজয়ী হচ্ছি: বাইডেন

ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন বলেছেন, ‘আমরা এই প্রতিযোগিতায় সুস্পষ্টভাবে বিপুল ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছি। আমাদের সাথে পুরো জাতি রয়েছে’।

বাইডেন বলেন, ‘আমরা ৭৪ মিলিয়নেরও বেশি ভোট পেয়েছি, যা আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড।’

বিজ্ঞাপন

তিনি বিশ্বাস করেন ডেমোক্র্যাট ৩০০ টির বেশি ইলেকটোরাল ভোট পাবেন।  ঐতিহাসিকভাবে রিপাবলিকান অঞ্চল অ্যারিজোনা ও জর্জিয়াতে দুই দশকেরও বেশি সময় পর ডেমোক্যাটরা জিতবেন বলে আশা প্রকাশ করেছেন জো বাইডেন। বাইডেন বলেন, রিপাবলিকান ঘাঁটিতে জিতে ‘নীল প্রাচীর পুনর্নির্মাণ’ করতে চলেছেন ডেমোক্র্যাটরা।

তিনি বলেন, আমার সহকর্মী ও আমেরিকানরা, আমাদের কাছে এখনও বিজয়ের চূড়ান্ত ঘোষণা নেই, তবে ফলাফলগুলো আমরা জিততে যাচ্ছি তা স্পষ্ট জানিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

‘এবারের নির্বাচনের পরে উত্তেজনা অনেক বেশি হচ্ছে’- বলেন বাইডেন। তিনি বলেন, দেশ করোনাভাইরাসে অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মুখে রয়েছে এবং একটি কঠিন সময়। এ সময় অশান্তির সৃষ্টি করে দেশকে গভীর সংকটের মুখে না নেওয়া আহ্বান জানান তিনি। বাইডেন আমেরিকানদের ‘ক্রোধ নিয়ন্ত্রণ’ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা নানা সংকটে রয়েছি, এখন আমাদের হাতে পক্ষপাতি করার সময় নেই। আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে আমরা শত্রু নই।’

এ সময় বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই করোনাভাইরাস সংক্রমণ রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া কথা জানান।