মার্কিন ইতিহাসে ট্রাম্পের নতুন রেকর্ড!
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনদীর্ঘ প্রতীক্ষার পর মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। সিএনএন-এর পূর্বাভাস অনুযায়ী, জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৭৩। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ্যে ২৭০টি পেলেই চলে। তবে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করলেন। কারণ, চলতি শতকে এখন পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট টানা দ্বিতীয়বার রাষ্ট্র ক্ষমতায় আসেননি এমনটা হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রতি চার বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি পর পর দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। এখন পর্যন্ত দেশটির ক্ষমতায় যারা এসেছিলেন, তাদের বেশিরভাগই টানা দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয়বার নির্বাচনে হেরে গিয়েছিলেন এমন প্রেসিডেন্টও মার্কিন ইতিহাসে রয়েছেন।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে পারেননি যারা এদের মধ্যে বুশ সিনিয়র একজন। তিনি ছিলেন ৪১তম মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টারও দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারেননি। ৩৮তম মার্কিন প্রেসিডেন্ট গেরাল্ড ফোর্ডও দ্বিতীয়বার ক্ষমতা দখল করতে পারেননি।
যুক্তরাষ্ট্রের ৩১তম প্রেসিডেন্ট হার্বাট হুভার দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারেননি। যুক্তরাষ্ট্রের ২৭তম প্রেসিডেন্ট উইলিয়াম টাফট যিনি ১৯০৯ থেকে ১৯১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনিও দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস। প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য তিনি মনোনীত হয়েছিলেন। আর মনোনয়ন পেয়ে প্রথমবারেই মাত করলেন কমলা।