নির্বাচন নিয়ে ট্রাম্পের মামলা সুপ্রিম কোর্টে খারিজ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আইনি লড়াইয়ে বড় দুঃসংবাদ পেলেন ডোনাল্ড ট্রাম্প। ব্যাটেলগ্রাউন্ড খ্যাত চার রাজ্যের ভোটের ফলাফল পাল্টানোর অভিযোগ করে যে মামলা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
ট্রাম্পের পক্ষে টেক্সাসের অ্যার্টনি জেনারেলের করা একটি মামলায় জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে ফলাফল বাতিলের আবেদন করা হয়েছিল। মামলাটিতে রাজ্যের অ্যাটর্নি জেনারেলসহ ১২৭ জন রিপাবলিকান সদস্য সমর্থন করেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন এই চার রাজ্যেই জিতেছেন।
শুক্রবার (১১ ডিসেম্বর) টেক্সাসের ওই মামলার ‘কোনো আইনি ভিত্তি নেই’ জানিয়ে একটি সংক্ষিপ্ত আদেশে আবেদনটি খারিজ করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট।
আদালত বলেছেন, ‘টেক্সাসের অন্য রাজ্যে নির্বাচন পরিচালনা সম্পর্কে কোনো সুর্দিষ্ট জ্ঞান নেই।’
সুপ্রিম কোর্টের এই রায় ট্রাম্পের জন্য বড় ধরণের দুঃসংবাদ বলা যায়। কারণ গত ৩ নভেম্বর তিনি কোন প্রমাণ ছাড়াই ভোট কারচুপির অভিযোগ এনে সুপ্রিম কোর্টের ভোটের ফলাফল নিষ্পত্তি হবে বলে জানিয়েছিলেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে পেনসিলভেনিয়ায় বাইডেনের জয়ের বিরুদ্ধে করা একটি পৃথক মামলা খারিজ করে রায় দেন সুপ্রিম কোর্ট।
যদিও ট্রাম্প বারবার বলে আসছেন, ভোট কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করে তাকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা যেতে দেওয়া হচ্ছে না। আর ট্রাম্পের সমর্থনে তার নির্বাচনী শিবির কয়েক ডজন মামলা করে। যার একটিতেও ভোট কারচুপির অভিযোগ প্রমাণ করতে পারেননি।
গত ৩ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট। এছাড়া ভোটের হিসেবে বাইডেন ট্রাম্পের থেকে সাত মিলিয়ন ভোট বেশি পেয়েছেন।