টিকাকরণ রেকর্ডেও ভারতে বাড়ছে সংক্রমণ!
বাংলাদেশে করোনাভাইরাসভারতে দৈনিক এক কোটি টিকাকরণে রেকর্ড তৈরি হলেও রোজই একটু একটু করে বাড়ছে করোনা সংক্রমণের হার। যাকে তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। এতে আবার নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে বিশ্বের অন্যতম করোনা কবলিত ভারতে।
গত ২৪ ঘন্টায় ভারতে কোভিড আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন, যা শুক্রবারের (২৭ আগস্ট) তুলনায় প্রায় ২ হাজার বেশি। দৈনিক সুস্থতার সংখ্যা ৩১ হাজার ৩৭৪ জন আর একদিনে ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫০৯ জন।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ১৪ হাজার ৮৭৬ জন। এতে ভারতে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭ জন। সর্বশেষ পরিসংখ্যানের নিরিখে এখন পর্যন্ত ভারতে ৩ কোটি ১৮ লক্ষ ৫২ হাজার ৮০২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৭ হাজার ৩৭০ জনের।
আইসিএমআর-এর দেওয়া তথ্যের ভিত্তিতে সংক্রমণের নিরিখে ভারতে রাজ্যগুলোর মধ্যে এখনও শীর্ষে কেরালা ও মহারাষ্ট্র। দিল্লির পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও উত্তর ও দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে ভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা বাড়ছে এবং স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও নাজুক আকার ধারণ করছে।
এদিকে, বিশ্ব স্বীকৃত স্বাস্থ্যবিধি ও প্রটোকল মেনে করোনার বিরুদ্ধে জয় পেতে টিকাকরণ ও স্বাস্থ্যবিধি পালনে জোর দিয়েছে ভারত সরকার। চলছে জোর কদমে টিকাকরণের কাজ। শুক্রবার (২৭ আগস্ট) ভারতে টিকাকরণ হয়েছে ১ কোটির বেশি, যা টিকাকরণের রেকর্ড এবং উচ্চগতির দিক নির্দেশক বলে দাবি বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত ৬২ কোটিরও বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিরাজ করছে, যা অক্টোবর মাসে শীর্ষ চূড়ায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।