এবার সৌদিতে করোনাভাইরাস শনাক্ত

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে করোনাভাই‌রাসে আক্রান্ত প্রথম এক ব্যক্তিকে শনাক্ত করা হ‌য়ে‌ছে।

সোমবার (২ মার্চ) সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, আক্রান্ত সৌদি নাগরিক ইরান ভ্রমণে গিয়েছিলেন। তিনি ইরান ও বাহরাইন থেকে সৌদিতে প্রবেশকালে তাকে করোনা সন্দেহে আটক করা হয়। পরবর্তীতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে সৌদি প্রেস এজেন্সি থেকে নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

সৌ‌দি আর‌বের স্বাস্থ্য মন্ত্রণাল‌য়ের এক বিবৃ‌তি‌তে জানানো হয়, সৌদিতে প্রথম করোনভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তিনি বিমানবন্দরে ইরান সফরের বিষয়টি গোপন করেন। পরবর্তীতে পরীক্ষা করে কোভিড -১৯ সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে।

বর্তমানে ওই সৌদি নাগরিককে হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে হাসপাতালে পৃথক করে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানসহ ৬৯ দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ার খবর মিলেছে। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ৪ হাজার ২১২ জন আক্রান্ত হয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৭৬ জন। মারা গেছে ২৬জন। ইরানেও মৃতের সংখ্যা বেড়েই চলছে। ইতালিসহ ইউরোপেও করোনা আতঙ্ক ক্রমশ বাড়ছে।