করোনা শঙ্কায় ফ্রান্সে শতাধিক স্কুল বন্ধ

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করোনা শঙ্কায় ফ্রান্সে শতাধিক স্কুল বন্ধ/ছবি: ফ্রান্স২৪

করোনা শঙ্কায় ফ্রান্সে শতাধিক স্কুল বন্ধ/ছবি: ফ্রান্স২৪

করোনাভাইরাসে আক্রান্তের শঙ্কায় ফ্রান্সে ১২০টি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ মার্চ) স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়। 

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, প্যারিসের উত্তরে যে সব এলাকায় করোনায় আক্রান্ত বেশি হচ্ছে, সেসব এলাকায় প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুলগুলো কবে খুলবে সে সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এ পর্যন্ত ফ্রান্সে ১৯১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। করোনায় মৃত্যু হয়েছে তিন জনের।

দেশটির শিক্ষামন্ত্রী জিন-মিশেল ব্লেনকার এই মুহূর্তে সারাদেশে স্কুল বন্ধের কোনো পরিকল্পনা নেই।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ১২৫ জনের প্রাণহানি ঘটেছে। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৯০ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অপরদিকে ৪৮ হাজার মানুষ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন