পেছাতে পারে টোকিও অলিম্পিক

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আল জাজিরা

ছবি: আল জাজিরা

করোনাভাইরাস প্রাদুর্ভাবের আশঙ্কায় অলিম্পিক গেমস গ্রীষ্ম থেকে বছরের শেষ পর্যন্ত স্থগিত করা হতে পারে।

মঙ্গলবার (৩ মার্চ) জাপানের অলিম্পিক মন্ত্রী সেইকো হাসিমোতো'র বরাতে বিবিসি এ খবর প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

জাপানের সংসদে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, টোকিও অলিম্পিক ২০২০ সালেই হবে। তবে তা নির্ধারিত সময়ে না হয়ে বছরের শেষ দিকে হতে পারে।

অলিম্পিক গেমস চলতি বছরের ২৪ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে। সময়মতো সবকিছু জানিয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের প্রেসিডেন্ট টমাস বাখ বলেন, সময়মতো আয়োজন সম্পন্নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।