করোনাভাইরাস: ইরানে ১০ হাজার আসামিকে মুক্তির সিদ্ধান্ত

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করোনায় আক্রান্ত এক ইরানি নাগরিকের চিকিৎসা চলছে, ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত এক ইরানি নাগরিকের চিকিৎসা চলছে, ছবি: সংগৃহীত

ইরানে ১০ হাজার আসামিকে সাময়িক কারামুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। করোনাভাইরাস আতঙ্কেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১০ হাজার আসামিকে সাময়িক মুক্তি দেওয়া হবে বলে জানান দেশটির এক মুখপাত্র।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) বিবিসি তাদের এক প্রতিবেদনে আসামি মুক্তির বিষয়টি উল্লেখ করে।

ব্রিটিশ মন্ত্রী নাজানিন জ্যাঘহারি র‍্যাটক্লিফ বিবিসিকে বলেন, ব্রিটিশ বংশোদ্ভূত ইরানি এক মহিলা গুপ্তচুরির অপরাধে ৪ বছর ধরে জেলে রয়েছেন। যদিও তার ওপর আনিত অভিযোগটি ওই মহিলা বরাবরই প্রত্যাখ্যান করেছেন। তাকেও জেল থেকে সাময়িক মুক্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

বিজ্ঞাপন

ইরানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে যা চীনের পর যে কোনো দেশের জন্য সর্বোচ্চ। এখন পর্যন্ত ২ হাজার ৩৩৬ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।