উহান করোনার উৎসস্থল নয়: চীনা একাডেমি অব সায়েন্স
করোনা ভাইরাসকরোনভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে চীনের উহানকে এর উৎসস্থল হিসেবে চিহ্নিত করে সারা বিশ্ব। তবে এ দাবিকে প্রত্যাখান করে চায়নিজ একাডেমি অব সায়েন্স একটি প্রবন্ধ প্রকাশ করেছে। যেখানে জিন সিকোয়েন্সিং প্রযুক্তির মাধ্যমে দেখানো হয়েছে করোনাভাইরাসের উৎসস্থল উহান নয়।
প্রবন্ধটিতে করোনাভাইরাসকে জিন সিকোয়েন্সিং প্রযুক্তির মাধ্যমে তিনটি জেনারেশনে ভাগ করা হয়েছে। আধুনিক জিন সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে মানুষের সমস্ত জটিল জৈবিক ডিএনএ শনাক্ত করার জন্য যথেষ্ট।
বিশ্বের অনেক দেশ করোনাকে কৃত্রিমভাবে তৈরি করা ভাইরাসও বলেছে। তবে চায়নিজ একাডেমি অব সায়েন্স বলছে এটা আসলে কৃত্রিমভাবে তৈরি করা কোনো ভাইরাস নয়।
প্রবন্ধটিতে উল্লেখ করা হয়েছে, কৃত্রিমভাবে তৈরি করা ভাইরাস হলে জিনের টুকরোগুলো হঠাৎ করে নির্দিষ্ট বিভাগে পরিবর্তিত হবে, দেখলে মনে হবে যেন কাঁচি দ্বারা কেটে দেওয়া হয়েছে। কিন্তু করোনায় ১০টি জিন বিভাজনের মধ্যে ১২টি মিউটেশন পয়েন্ট সমানভাবে বিতরণ করা হয়েছে, যা স্বাভাবিক।
৯৩টি নমুনা এবং ৫৮ প্রকারের ভাইরাস নিয়ে গবেষকরা পাঁচটি দলে বিভক্ত হয়ে প্রবন্ধটি প্রকাশ করেছেন।