করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ৭৯ জনের মৃত্যু
করোনা ভাইরাসপ্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। দেশটিতে ইতোমধ্যে ২৫০২ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা এ খবর জানিয়েছে।
করোনাভাইরাস মোকাবিলায় ইতালি সরকার বিভিন্ন জরুরি পদক্ষেপ নিয়েছে। সোমবার থেকে ইতালির লোম্বারদিয়া, ভেনেতো, পিওমন্তে ও ভেনেসিয়া অঞ্চলে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে ইতালির ভেনিস উৎসব। এছাড়া ফুটবল লীগ, নাইট ক্লাব ও জাদুঘর বন্ধ রয়েছে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কনস্যুলেট উত্তর ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দিয়েছে। ইতালিতে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছে।
ইতালিতে করোনার প্রাদুর্ভাব বেশি উত্তরাঞ্চলে। আর এই এলাকা দিয়েই ফ্রান্স, অস্ট্রিয়া, জার্মান, সুইজারল্যান্ড, স্লোভেনিয়াসহ বিভিন্ন দেশে সড়ক পথে যাতায়াত করতে হয়।
আতঙ্কিত না হয়ে সবাইকে সাবধানে চলাচল করতে বলেছে ইতালির সরকার। এছাড়া আক্রান্ত এলাকায় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে চলাচল করতে নিষেধ করা হয়েছে।