করোনাভাইরাস ব্যতিক্রম হলেও নিয়ন্ত্রণ সম্ভব: ডব্লিউএইচও

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রতিটি দেশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) এক সতর্কবার্তায় সংস্থাটির প্রধান টেড্রস আধানম বলেন, ভাইরাসটি ব্যতিক্রম হলেও যথাযথ পদক্ষেপে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

সতর্কবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ভাইরাসটি নিয়ন্ত্রণে দেশগুলো দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিলে সেটিকে পরাস্ত করা সম্ভব।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে সংক্রামিত হওয়া রোগীদের প্রায় ৩.৪ শতাংশ মারা গেছেন বলে ডব্লিউএইচও’র সতর্কবার্তায় জানানো হয়েছে, মৌসুমী ফ্লুর চেয়ে এ ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি।

৬০ বছরের বেশি বয়সী মানুষ এবং আগে থেকেই অসুস্থ ব্যক্তিদের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে বিশ্বজুড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।