করোনাভাইরাস: মালয়েশিয়াতে নতুন করে আক্রান্ত ৭

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মালয়েশিয়ার একটি হাসপাতালের চিকিৎসক, ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার একটি হাসপাতালের চিকিৎসক, ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় নতুন করে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত ৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নূর হিশাম আব্দুল্লাহ এক টুইট বার্তায় নতুন করে ৭ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নতুন করে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন ৭জন আগেই আক্রান্ত হওয়া রোগীদের সংস্পর্শে ছিল।

এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে ৯৩ হাজার ১৫৮ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ২০২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫০ হাজার ৯৪৯ জন।

বিজ্ঞাপন