করোনায় আক্রান্ত হয়ে ইরানের সাবেক রাষ্ট্রদূতের মৃ্ত্যু

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, য়াকা
  • |
  • Font increase
  • Font Decrease

হোসেইন শাইখলইসলাম, ছবি: সংগৃহীত

হোসেইন শাইখলইসলাম, ছবি: সংগৃহীত

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখলইসলাম মারা গেছেন। যেখানে দেশটির আট শতাংশ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স।

এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) মারা যান। হোসেইন শাইখলইসলাম ছিলেন দেশটির বিদেশ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের উপদেষ্টা।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে ইরানে এ পর্যন্ত অন্তত ১১০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৩ জন। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাস দেখা দেয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশে মহামারী আকার ধারণ করেছে এ ভাইরাস। এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৩০০ জন। আক্রান্ত হয়েছেন আরো অন্তত ৯৬ হাজার মানুষ।