পরিষ্কারের পর খুলে দেওয়া হলো মসজিদুল হারাম ও মসজিদে নববি

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে পরিষ্কার করার জন্য বন্ধ থাকার পর মুসলমানদের তীর্থস্থান মক্কার আল-হারাম মসজিদ ও মদিনার আল-মসজিদ আল নববী খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মসজিদ দুটি খুলে দেওয়া হয়।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ার বরাতে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

তবে হজ যাত্রীরা মসজিদ দুটিতে প্রবেশ করতে পারবে কিনা তা জানানো হয়নি।

সৌদি আরব ভাইরাসটির বিস্তার বন্ধ করতে প্রায় ২৫টি দেশের লোকদের উমরাহ করা থেকে নিষেধাজ্ঞা দেয়। এছাড়া উপসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের সৌদিতে প্রবেশ করতে হলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত পাঁচজনকে শনাক্ত করা গেছে। তবে দেশটিতে কোনো নিহতের ঘটনা ঘটেনি।