করোনা: ৩৩ বছরের মধ্যে সবচেয়ে খারাপ দিন দেখল যুক্তরাজ্যের পুঁজিবাজার
করোনা ভাইরাসকরোনাভাইরাসের (কভিড-১৯) ফলে টালমাটাল অবস্থানে রয়েছে বিশ্বের পুঁজিবাজারগুলো। ভাইরাসটির প্রভাবে ২০০৮ সালের পর আবার মন্দার মুখে পড়ছে বৈশ্বিক অর্থনীতি।
করোনার ফলে বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্বের প্রায় সমস্ত পুঁজিবাজার নিম্নগামী অবস্থানে রয়েছে। কমেছে প্রায় সমস্ত শেয়ারের দাম। করোনা আতঙ্কে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। এমনকি অর্থনৈতিক প্রবৃদ্ধি নষ্ট হবে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। বিভিন্ন সরকারের চেষ্টাও এই পতনকে থামাতে পারছে না।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের পুঁজিবাজারগুলোর সূচক কমেছে ১০ শতাংশ। যা ১৯৮৭ সালের পর সর্বনিম্ন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক আর্থিক ব্যবস্থায় অর্থ দেওয়ার প্রতিশ্রুতি পরেও দেশটির পুঁজিবাজারগুলো নিম্নমুখী ছিল। পুঁজিবাজারে লেনদেন শুরু হওয়ার পর শেয়ারের দাম কমায় স্বল্প সময়ের জন্য লেনদেন বন্ধ করে দেওয়া হয়।
দিনের মধ্যে আবার লেনদেন শুরু হলেও শেয়ারের দাম আরও কমে যায়। ইউরোপের পুঁজিবাজারগুলোরও সূচক কমেছে।
যুক্তরাষ্ট্রের ডোও জোন্স পুঁজিবাজারের শেয়ারের দাম ৯ শতাংশ কমেছে। অন্যদিকে যুক্তরাজ্যের এফটিসিআই ১০০ পুঁজিবাজার থেকে ১৬০ দশমিক ৪ বিলিয়ন ইউরো অর্থ কমেছে। এফটিসিআই ১০০ পুঁজিবাজারের সমস্ত শেয়ারের দামই কমেছে।
যুক্তরাজ্যের ডেলটা এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্সের শেয়ারের দাম ১৪ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে। অন্যদিকে আইএজে এয়ারলাইন্সের শেয়ারের দাম ১৫ শতাংশ ও টুই এয়ারলাইন্সের শেয়ারের দাম ১৭ শতাংশ কমেছে।
অস্থির পুঁজিবাজার নিয়ে পিকেট অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র কৌশলবিদ সুপ্রিয়া মেনন জানান, পুঁজিবাজারগুলোতে যা হয়েছে তাকে আমরা ক্র্যাশ বলতে পারি। এই অবস্থা কি অর্থনৈতিক মন্দা নিয়ে আসবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরেই বিশ্বব্যাপী ট্রাভেল কোম্পানিগুলোর শেয়ারের দাম ব্যাপকভাবে পতন হয়েছে।
ইউরো জোনের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে ব্যর্থ হওয়ার পরে ইউরোপীয় পুঁজিবাজারগুলোর সূচক দ্রুত গতিতে হ্রাস পায়।
আগে থেকেই নিম্নমুখী রয়েছে এশিয়ার পুঁজিবাজারগুলো। আর বৃহস্পতিবার জাপানের নিক্কেই ২২৫ পুঁজিবাজারের সূচক ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।
এদিকে বৃহস্পতিবার তেলের দাম আরও কমেছে। অপরিশোধিত তেলের দাম কমেছে ৭ শতাংশ। এদিনে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ৩৩ ডলারে বিক্রি হচ্ছে।