নিউ ইয়র্ক সিটির স্কুল বন্ধের ঘোষণা

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: নিউ ইয়র্ক টাইমস

ছবি: নিউ ইয়র্ক টাইমস

করোনাভাইরাস আতঙ্কে অবশেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কয়েকটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র বিল ডি ব্লাসিও।

স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) রাতে তিনি এই ঘোষণা দেন। সোমবার (১৬ মার্চ) থেকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধে ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই যাচ্ছে। এটা অনেক কষ্টদায়ক। করোনার বিস্তার ঠেকাতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যালয়গুলো পুনরায় চালু করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।

মেয়র বলেন, স্কুল বন্ধ থাকলেও আগামী ২৩ মার্চ থেকে রিমোট লার্নিং শুরু হবে। সেই সাথে শিশুদের স্বাস্থ্য সেবা দিতে 'গুরুতর স্বাস্থ্যসেবা কর্মী এবং প্রথম প্রতিক্রিয়াকারী'দের নিয়ে একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হচ্ছে।

বিজ্ঞাপন

শিশুদের প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহের জন্য কাজ করছে প্রশাসন। এছাড়াও যেসব শিশু স্কুল থেকে দেওয়া খাবারের উপর নির্ভরশীল তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।