করোনায় তেলের দামের পতন

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে নিম্নগামী তেলের বাজার। ক্রমবর্ধমানভাবে কমেছে তেলের দাম। শত চেষ্টা করেও তেলের দামের পতন ঠেকানো সম্ভব হচ্ছে না।

সোমবার (১৬ মার্চ) একই চিত্র দেখা গেছে তেলের বাজারে। এদিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৩০ ডলারের নিচে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক ও বৈশ্বিক সহযোগীদের সুদের হার কমানোর পরেও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

বিজ্ঞাপন

রোববার পর্যন্ত তেলের দাম ছিল ৩১ দশমিক ৩৭ ডলার। তবে আজ অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৪৮ ডলার কমে ২৮ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। যা শতাংশের হিসেবে কমেছে ৭ দশমিক ৯ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লুটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬৫ শতাংশ কমে ৩০ দশমিক ৮ ডলারে দাঁড়িয়েছে । যা শতাংশের হিসেবে ৫ দশমিক ২ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে ক্রমাগতভাবে তেলের দাম কমায় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরিশোধিত তেল মজুদ করার কথা বলেন। তিনি উৎপাদকদের সহায়তা করার উদ্দেশ্যে বলেন, তেলের দাম কমায় আমরা আমাদের রিজার্ভ পুরোটা পূরণ করতে পারি। এতে হয়ত তেল উৎপাদকরা উৎসাহিত হবেন।

এনার্জি সার্ভিসেস ফার্ম বাকের হিউজেস কো. শুক্রবার জানিয়েছে, গত সপ্তাহে তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে। কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র তেল খনন বাড়িয়ে দিয়েছে।

এদিকে কোভিড-১৯ ভাইরাসের ফলে আগের বছরের তুলনায় এ বছর চীনের উৎপাদন ১৩ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।