করোনা: মালয়েশিয়ায় চলাচলের ওপর নিষেধাজ্ঞা

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সিএনএন

ছবি: সিএনএন

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মালয়েশিয়ায় সাধারণ নাগরিকদের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এই ঘোষণা দেন। বুধবার (১৮ মার্চ) থেকে এই নিষেধাজ্ঞা চালু হবে। অব্যাহত থাকবে চলতি মাসের শেষ পর্যন্ত।

মঙ্গলবার (১৭ মার্চ) মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বার্নামা নিউজের বরাত দিয়ে সিএনএন এতথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে ধর্মীয়, সাংস্কৃতিক, খেলাধুলা, ব্যবসা প্রতিষ্ঠানসহ সামাজিক সকল প্রকার জমায়েতস্থলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সুপারমার্কেট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি খোলা থাকবে।

পানি ও বিদ্যুতের মতো প্রয়োজনীয় পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাশাপাশি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও চলতি মাসের শেষ পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ভ্রমণ প্রসঙ্গে মুহিউদ্দিন ইয়াসিন বলেন, মালয়েশিয়ানদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হবে। সেই সাথে বিদেশি পর্যটক এবং দর্শনার্থীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

এসময় সকলকে এই বিধি-নিষেধগুলো মেনে চলতে আহ্বান জানান তিনি।