চিকিৎসা সরঞ্জাম সংকটে ইউরোপ: ডব্লিউএইচও

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম নিয়ে ইউরোপ সংকটের মুখে পড়তে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে ইউরোপের অঞ্চলিক পরিচালক ডাঃ হান্স হেনরি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডব্লিউএইচও প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জরুরি পরিস্থিতিতে অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এইচআইভি, যক্ষ্মার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধগুলো সরবরাহের ওপর জোর দিচ্ছে। কিন্তু খুব দ্রুতই ওষুধ সরবরাহ সংকটের মুখে পড়তে পারে।

ডব্লিউএইচও আপাতত ল্যাবরেটরির প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম ও ব্যক্তি নিরাপত্তা রক্ষায় ব্যবহৃত উপকরণ আক্রান্ত দেশগুলোতে সরবরাহ করছে। এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। ইউরোপীয় কমিশন, ডব্লিউএইচও এবং বেশ কিছু ছোট প্রতিষ্ঠান একসঙ্গে এ সংকট নিরসনে কাজ করে যাচ্ছি। সরবরাহের ঘাটতি যেন না দেখা দেয় এজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

বিজ্ঞাপন