করোনা শনাক্তে নতুন পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প

সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকার নতুনভাবে করোনা পরীক্ষা করছে। করোনা শনাক্তে সহজ একটি পদ্ধতির ওপর পরীক্ষা চলছে। মার্কিন কর্তৃপক্ষ দুটি জাহাজ প্রস্তুত রেখেছে।

বুধবার (১৮ মার্চ) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সিএনএন জানায়, ট্রাম্প বলেন, বিদ্যমান করোনার পরীক্ষা বেশ জটিল। তাই আমাদের বিশেষজ্ঞগণ নতুন ভাবে পরীক্ষা চালাচ্ছেন, যাতে নিজে নিজেই করোনা করোনা শনাক্ত করা যায়।

ট্রাম্প বলেন, এই অদৃশ্য শত্রুকে মোকাবিলা করতে হবে। আমরা আমাদের ভাবনার চেয়ে দ্রুত করোনাকে প্রতিরোধ করবো।

বিজ্ঞাপন

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় বলেন, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধ করা হয়েছে। অপ্রয়োজনীয় জনসমাগমস্থল এড়াতে সাময়িকভাবে এই সীমান্ত বন্ধ থাকবে।

এদিকে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে এক দেশের সঙ্গে আরেক দেশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এই ভাইরাসে সংক্রামিত হয়ে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ মারা গেছে।