শেষ মুহূর্তে ইন্দোনেশিয়ায় মুসলিমদের গণ জমায়েত বাতিল
করোনা ভাইরাসকরোনাভাইরাসের বিস্তৃতি ঠেকাতে ইন্দোনেশিয়ায় শেষ মুহূর্তে মুসলিমদের একটি গণ-জমায়েত বাতিল করা হয়েছে। তবে ইতোমধ্যে জমায়েত স্থল সুলায়েসি দ্বীপে হাজারো মুসলিম পৌঁছে গেছেন।
বুধবার (১৮ মার্চ) স্থানীয় এক কর্মকর্তা বেনার নিউজকে একথা জানিয়েছেন।
তাবলীগে জামায়াত এই চার দিনের জমায়েত আয়োজন করেছিল। ফেব্রুয়ারির শেষে তাদের মালয়েশিয়ায় আয়োজিত জমায়েতের সাথে দেশটির করোনাভাইরাসে আক্রান্ত ৭৯০ জনের মধ্যে ৫০৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।
দক্ষিণ সুলায়েসির গভর্নর নূরদীন আবদুল্লাহ বলেন, আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ইজতেমা জামাহ তাবলীগ আয়োজন আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা দেওয়া হবে।
জমায়েতে শরীক হতে এরই মধ্যেই ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলসহ থাইল্যান্ড, আরব, ভারত এবং ফিলিপাইন থেকে লোক এসেছে।
জনগণকে শান্ত থাকতে বলে নূরদীন বলেন, ‘পুলিশ এই আয়োজনে অংশ নিতে আসা ব্যক্তিদের আলাদা করে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে বিমানবন্দর এবং সমুদ্রবন্দরে পৌঁছে দেবে’।
২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত কুয়ালালামপুরের স্রি পেটালিং মসজিদে আয়োজিত আন্তর্জাতিক জমায়েতে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে মুসলিমরা অংশ নেন। বাড়ি ফেরার পর থেকেই তারা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন।