বেক্সিট ইস্যুতে ইইউ'র কমিশনের প্রধান করোনায় আক্রান্ত

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মাইকেল বার্নিয়ার, ছবি: সংগৃহীত

মাইকেল বার্নিয়ার, ছবি: সংগৃহীত

ব্রেক্সিট নিয়ে ইউরপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রধান আলোচক মাইকেল বার্নিয়ার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ৬৯ বছর বয়সী ফ্রান্সের এই নাগরিক।

পোস্টে তিনি বলেন, কোভিড-১৯ টেস্টে আমি পজিটিভ হয়েছি। বর্তমানে আমি সুস্থ আছি। চিকিৎসকদের নির্দেশনা আমি মেনে চলব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইতিমধ্যে যারা আক্রান্ত হয়েছে ও আইসোলশনে রয়েছে সবাই একত্রিত হয়েছে রোগটির বিরুদ্ধে লড়ে যাব।

বেক্সিট নিয়ে চলতি সপ্তাহে লন্ডনে যুক্তরাজ্য ও ইইউ কমিশনের আলোচনার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ ভাইরাসের কারণে অন্তিম মুহূর্তে তা বাতিল করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন