লকডাউনে বেড়েছে পারিবারিক সহিংসতা

  করোনা ভাইরাস


আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

মহামারি নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউন ব্যবস্থায় চলে গেছে অনেক শহর ও দেশ। আর ব্যাপকভাবে জীবন বাঁচানোর এই প্রচেষ্টা দুর্বলদের আরও ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।

সঙ্গরোধে থাকা অবস্থায় শিশু ও নারীদের ওপর পারিবারিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। শিশু ও নারী নির্যাতন নিয়ে কাজ করা সংস্থাগুলো এবং সহিংসতার শিকার হওয়াদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

সংস্থাগুলো জানিয়েছে, সঙ্গরোধে থাকা অবস্থায় ব্রাজিল, জার্মানি, ইতালি, চীন, সাইপ্রাসসহ বিশ্বের বিভিন্ন দেশে পারিবারিক সহিংসতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

কোভিড-১৯ ভাইরাস প্রথম পাওয়া যাওয়া চীনের হুবেই প্রদেশে লকডাউন চলা অবস্থায় ফেব্রুয়ারি মাসে পারিবারিক সহিংসতার মামলা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গত বছরের ফেব্রুয়ারিতে এ বিষয়ে প্রদেশটির পুলিশের কাছে মামলা দায়ের হয়েছিল ৪৭টি। কিন্তু এ বছরের ফেব্রুয়ারিতে তা বেড়ে ১৬২ এ দাঁড়িয়েছে।

হুবেইয়ের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওয়ান ফি স্থানীয় সংবাদ মাধ্যম সিক্সথ টোন ওয়েবসাইটকে এক সাক্ষাৎকারে বলেন, মহামারিটি পারিবারিক সহিংসতার ওপর বিশাল প্রভাব ফেলেছে। আমাদের পরিসংখ্যান অনুসারে, সহিংসতার ৯০ শতাংশ মহামারি ভাইরাসের সঙ্গে সম্পৃক্ত।

ব্রাজিলের স্থানীয় টেলিভিশন চ্যানেল গ্লোবো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিল সরকার পরিচালিত ড্রপ-ইন সেন্টার ইতিমধ্যে করোনাভাইরাসে পারিবারিক সহিংসতার তীব্রতা বাড়তে দেখেছে।

পারিবারিক সহিংসতা নিয়ে কাজ করা রিও শহরের বিচারক আড্রিয়ানা মেলো জানান, করোনার প্রাদুর্ভাবের পর থেকে পারিবারিক সহিংসতা ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা এখন যে সমস্যার মুখোমুখি হচ্ছি তা মোকাবিলার জন্য আমাদের শান্ত থাকা দরকার।

স্পেনের কাতালান আঞ্চলিক সরকার বলছে, লকডাউনের সময়কালে সরকারি হেল্পলাইনে পারিবারিক সহিংসতার ফোন ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ৯ মার্চের পর থেকে সাইপ্রাসের সরকারি হেল্পলাইনে ফোনকল ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় অবস্থিত পারিবারিক সহিংসতা প্রতিরোধ সংস্থার অন্নিতা ড্রাকা বলেন, নাটকীয়ভাবে ফোনকলের পরিমাণ বেড়ে চলছেই। দিনের ২৪ ঘণ্টায় কোনো কোনো স্থান থেকে ফোনকল আসছেই।

গার্ডিয়ান তাদের প্রতিবেদনে জানায়, এই উদ্বেগজনক পরিসংখ্যান কেবলমাত্র সেই ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে মহিলারা সহায়তা চাইতে সক্ষম হয়েছে। অনেক ক্ষেত্রে সহিংসতার শিকার নারী ও শিশুরা ফোনকল করতে সক্ষম হচ্ছে না।

এদিকে নারী ও শিশু নিয়ে কাজ করা ইতালির কর্মীরা বলছে, এ সমস্ত বিষয়ে ফোনকল হ্রাস পেয়েছে। তবে খুদে বার্তার পরিমাণ বেড়ে গেছে।

ইতালিয়ান নারীদের সহিংসতা প্রতিরোধে কাজ করা একটি সক্রিয় গ্রুপ থেকে জানানো হয়, আমাদের কাছে এক মহিলা একটি খুদে বার্তা পাঠিয়েছে যে সহিংসতা থেকে রক্ষা পেতে সে নিজেকে বাথরুমে বন্দি করে রেখেছে। আর সে সাহায্যের জন্য আমাদের কাছে খুদে বার্তাটি পাঠায়। তিনি আরও বলে, বর্তমানে কঠোর লকডাউন ও জরুরি অবস্থা জারি রয়েছে। নারীরা বাইরে যেতে না পারায় তারা হতাশায় ভুগছে।

ফ্রান্সের রোমের কাসা লুকা ওয়াই সিয়েস্তার আশ্রয় কেন্দ্রের কর্মী বেভিলাকেয়া বলেন, তাদের সমস্ত আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে। সাহায্যের আবেদন চাওয়া নারীরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

এদিকে স্পেনে লকডাউন ব্যবস্থা রয়েছে। দেশটিতে কেউ বাইরে বের হলে তাকে জরিমানা করা হচ্ছে। কিন্তু কোনো নারী নির্যাতনের খবর জানাতে বের হলে তাদের জরিমানা করা হবে না বলে জানিয়েছে স্পেন সরকার।

নারী নির্যাতন নিয়ে কাজ করা ইউমেন ডেলিভারি সংস্থার আইনজীবী মারসি হার্শ বলেন, সঙ্কটময় সময়ে এসব ঘটনা বেড়ে যায়। এ নিয়ে আমরা খুব চিন্তিত। এর ফলে নারীদের ক্ষমতা কমে যায়। আর এটি একটি বিশাল চ্যালেঞ্জ।

সঙ্গরোধে থাকা নারী ও শিশুদের পারিবারিক সহিংসতা থেকে রক্ষা করতে বহু দেশ তাদের আইনি পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছে।

যুক্তরাজ্যের উইমেনস ইকুয়ালিটি পার্টির নেতা মান্ডু রেইড লকডাউনের সময় অপরাধীদের বাড়ি থেকে অপসারণ এবং সুরক্ষা আদেশের জন্য আদালতের ফি মওকুফ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইতালির ট্রান্টোর এক বিচারক এ সম্পর্কিত বিষয়ে একটি রায় দিয়েছেন। রায়ে তিনি পারিবারিক সহিংসতার ক্ষেত্রে নির্যাতনকারীকে অবশ্যই বাড়ি ছেড়ে চলে যেতে হবে বলে রুল জারি করেছেন। ইতালির ট্রেড ইউনিয়ন এই সিদ্ধান্তকে মৌলিক বলে সম্বোধন করেছে।

এক বিবৃতিতে ইউনিয়ন জানায়, করোনাভাইরাসের কারণে বাড়িতে সীমাবদ্ধ থাকা সবার পক্ষে কঠিন। তবে এ সময়ে নারীরা সহিংসতার শিকার হচ্ছেন। তাদের জন্য এটি একটি বাস্তব দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

সহিংসতা রোধে জার্মানিতে গ্রিন পার্টির সংসদীয় নেতা ক্যাটরিন গারিং সঙ্গরোধে থাকা নারীদের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া তিনি সহিংসতা হয় না এমন পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

   

ইসরায়েলি হামলায় ৩৬ সিরীয় সেনা নিহত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৬ সিরীয় সেনা নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা 'ওয়ার মনিটর' এ তথ্য জানিয়েছে।

যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা 'ওয়ার মনিটর' জানিয়েছে, হামলায় কমপক্ষে "লেবানিজ গ্রুপ হিজবুল্লাহর রকেট ডিপোর কাছাকাছি একটি এলাকাকে লক্ষ্যবস্তু করে চালানো হামলায় ৩৬ সিরীয় সৈন্য" নিহত হয়েছে"।

সংস্থাটি জানায়, ইসরায়েলের হামলায় অন্তত ৩৬ জন নিহত হওয়ার পাশাপাশি আরও অনেক মানুষ আহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে চালানো সিরিয়ায় বিমান হামলায় হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার ছিলেন।

গত কয়েক বছর ধরেই সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। কিন্তু কখনই তারা এসব হামলার দায় স্বীকার করে না।

  করোনা ভাইরাস

;

রাশিয়ার ২৬ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে রাশিয়ার ২৮টি অ্যাটাক ড্রোনের মধ্যে ২৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইরান নির্মিত ড্রোনগুলো ইউক্রেনের পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ধ্বংস করা হয়েছে।

জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর টেলিগ্রামে বলেছেন, রাজধানীতে বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে দুই নারী আহত হয়েছেন। বিধ্বস্ত তিনটি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে একটি রেস্তোরাঁ, একটি স্টোর এবং বেশ কয়েকটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী আরও জানিয়েছে, সারারাত ধরে করা হামলায় ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়ান বাহিনী। ব্ল্যাক সি’য়ের ওপর থেকে রাশিয়ান বিমানের নিক্ষেপ করা ওই ক্ষেপণাস্ত্রগুলো তাদের যুদ্ধক্ষমতা হারিয়েছে।

ওডেসার গভর্নর ওলেহ কিপার বলেছেন, পরবর্তীতে রাশিয়া সকালে আরও একবার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলায় রাশিয়ার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

  করোনা ভাইরাস

;

গাজায় দুর্ভিক্ষ বন্ধে ইসরায়েলকে পদক্ষেপ নিতে নির্দেশ আন্তর্জাতিক আদালতের



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়া বন্ধে ইসরায়েলকে প্রয়োজনীয় এবং কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) আন্তর্জাতিক আদালত সর্বসম্মতভাবে ইসরায়েলকে এই নির্দেশ দিয়েছে। তবে হামাস নেতারা বলেছে, মানবিক সংকট ঠেকাতে যুদ্ধবিরতি প্রয়োজন।

গাজায় রাষ্ট্র পরিচালিত গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করা মামলার অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা নতুন ব্যবস্থার অনুরোধ করেছিল আদালতকে। পরে আদালত এই নির্দেশ দেয়।

বার্তা সংস্থা রয়র্টাসের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং দুর্ভিক্ষ ছড়িয়ে পড়া বন্ধে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। গাজার আল শিফা হাসপাতালের চারপাশে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধারা লড়াই করার সময় এই আদেশটি এলো।

আদালতের বিচারকরা বলেছেন, গাজার মানুষরা আরও খারাপ অবস্থার মুখোমুখি হতে যাচ্ছে। বিচারকরা আদেশে বলেছেন, আদালত পর্যবেক্ষণ করেছে যে গাজার মানুষেরা শুধুমাত্র দুর্ভিক্ষের ঝুঁকির সম্মুখীন হচ্ছে না বরং সেখানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।

হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, এই রায়টি যথেষ্ট নয়। দুর্ভোগ বন্ধ করতে ইসরায়েলকে অবশ্যই সামরিক আক্রমণ বন্ধ করার নির্দেশ দিতে হবে।

তিনি আরও বলেন, গাজায়, বিশেষ করে উত্তর গাজা উপত্যকায় মানবিক ট্র্যাজেডির অবসান ঘটানোর জন্য যেকোনও নতুন দাবিকে আমরা স্বাগত জানাই, তবে আমরা আশা করি যে গাজায় আমাদের লোকেরা যে সমস্ত দুর্দশার মধ্য দিয়ে বসবাস করছে তার সমাধান হিসেবে আদালত যুদ্ধবিরতির আদেশ দেবেন।

আন্তর্জাতিক আদালতের রায়ের বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মঙ্গলবার অবিলম্বে যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে ভোট দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভোট থেকে বিরত ছিল, কিন্তু ভেটো দেয়নি।

  করোনা ভাইরাস

;

গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া মুখতার আনসারি মারা গেছেন



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কারাগারে থাকা গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা মুখতার আনসারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

৬৩ বছর বয়সী এই রাজনীতিবিদ বৃহস্পতিবার (২৮ মার্চ)  রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর আগে, গত মঙ্গলবার কারাগারে অজ্ঞান হয়ে গেলে জেল কর্তৃপক্ষ তাকে জেলার রানী দুর্গাবতী মেডিকেল কলেজে নিয়ে যায়। পরে নয়জন ডাক্তারের একটি দল তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেছিল। কিন্তু, তাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও ১৪ ঘণ্টা আইসিইউতে থাকার পর তার মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তর প্রদেশের ৫ বারের এই সংসদ সদস্য ২০০৫ সাল থেকেই কারাগারে বন্দি ছিলেন।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আনসারিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই হাসপাতালের বাইরে পুলিশের একটি বড় দল মোতায়েন করা হয়েছিল এবং তার মৃত্যুর পরে উত্তরপ্রদেশ জুড়ে ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে।

উত্তরপ্রদেশের পুলিশের মহাপরিচালক প্রশান্ত কুমার বলেছেন, বান্দা, মাউ, গাজিপুর এবং বারাণসী জেলায় অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছে।

  করোনা ভাইরাস

;