জঙ্গিবাদ দমনে যুগান্তকারী রায়: অ্যাটর্নি জেনারেল

  হলি আর্টিজান মামলার রায়
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ছবি: সংগৃৃহীত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ছবি: সংগৃৃহীত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, 'হলি আর্টিজানের ঘটনায় দেশের ভাবমূর্তি অনেকটা ম্লান করেছিল। এ রায়ের ফলে আমাদের ভাবমূর্তি ও আইনের শাসন যে আছে, সেটা প্রমাণিত হয়েছে। অন্যান্য যারা জঙ্গিবাদে সম্পৃক্ত তাদের জন্য এ রায় একটি ম্যাসেজ (বার্তা)। জঙ্গিবাদ দমনে এ রায় যুগান্তকারী।'

বুধবার (২৭ নভেম্বর) হলি আর্টিজান মামলার রায়ের প্রতিক্রিয়ায় নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টা ১৭ মিনিটে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে এ রায় ঘোষণা করেন। ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে বর্বরোচিত সন্ত্রাসী হামলা মামলার রায়ে ৭ আসামির ফাঁসির নির্দেশ দিয়েছেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

চার্জশিটভুক্ত ৮ আসামির মধ্যে মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে একজন আসামিকে খালাস দিয়েছেন আদালত। হামলার তিন বছর চার মাস পর এ রায় ঘোষণা করা হলো।

বিজ্ঞাপন