‘টুপি’ ইস্যুতে কারাগারগুলোতে সতর্কতা
হলি আর্টিজান মামলার রায়রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান ও জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) পতাকার প্রতীক সংবলিত টুপি পরে আদালত থেকে বের হন।
পুলিশি হেফাজতে থাকার পরও তারা কীভাবে এ টুপি পেলেন, তা নিয়ে তৈরি হচ্ছে নানা সমালোচনা।
এ দিকে, টুপি ইস্যুকে কেন্দ্র করে দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, যারা আগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।
কারা কর্তৃপক্ষ আরও বলেছেন, এই টুপি কারাগার থেকে তাদের কাছে যায়নি।
২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে বর্বরোচিত সন্ত্রাসী হামলা মামলার রায় হয়েছে বুধবার (২৭ নভেম্বর)। রায়ে ৭ আসামির ফাঁসির নির্দেশ দিয়েছেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। চার্জশিটভুক্ত ৮ আসামির মধ্যে মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে একজন আসামিকে খালাস দিয়েছেন আদালত।