পেডিকিওর করে কাটা পড়ল পা, ক্ষতিপূরণ ১৫ কোটি টাকা

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

অতি সাধারণ রুপসজ্জাই যে অঙ্গহানির মতো চূড়ান্ত বিপর্যয় ডেকে আনবে, তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি ফ্লোরিডার বছর পঞ্চান্ন বছর বয়সী ক্লারা শেলম্যান। 

পেডিকিওরের ক্ষত থেকে ছড়িয়ে পড়া সংক্রমণের কারণে কেটে ফেলতে হয় তার পা। তারই জেরে ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা পেলেন তিনি।

বিজ্ঞাপন

২ সেপ্টেম্বর ২০১৮ তে ফ্লোরিডার ট্যাম্পারে একটি স্পা-তে পেডিকিওর করাতে যান ক্লারা। তখনই সামান্য একটু ক্ষত হয় তার পায়ে। পরবর্তীতে সেই ক্ষত থেকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে তার পুরো পায়ে। স্নায়ুরোগে আক্রান্ত ক্লারার সংক্রমণের তীব্রতা দ্রুত বাড়তে থাকে, এর ফলে চিকিৎসকের পরামর্শে কেটে ফেলতে হয় তার পা। চিকিৎসার খরচ তার সামর্থের বাহিরে চলে যাওয়ায় একমাত্র অবলম্বন বাড়িটিও বিক্রি করে দিতে বাধ্য হন তিনি।

সেই ঘটনার তিন বছরেরও বেশি সময় পর ক্ষতিপূরণ পেলেন ক্লারা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকার ক্ষতিপূরণের বিনিময়ে সেই স্পায়ের সঙ্গে সমঝোতায় আসেন তিনি।

সূত্র- আনন্দবাজার