সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত
বাংলাদেশে করোনাভাইরাসসাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ডা. সায়েমুল হুদা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে করোনা উপসর্গের লক্ষণ দেখা দিলে তিনি গত ১১ সেপ্টেম্বর সকালে নমুনা পরীক্ষার জন্য পাঠান। পরে রাতে তার করোনা পজিটিভ আসে। এরপর থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন নাজমুল হুদা মিঠু।
এখন পর্যন্ত তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে। তবে দীর্ঘদিন ধরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মুখ সারিতে থেকে সাভারবাসীর সেবা করেছেন। সাভারে করোনাভাইরাসের প্রকোপকালীন সময় থেকে তিনি নানা কর্মসূচিতে অংশ নিয়ে সচেতনতা বাড়াতে ও ভাইরাস থেকে রক্ষা পেতে সামনের সারিতে থেকে কাজ করেছেন।