এক দিনে সুস্থ হলেন ৫১৮৫ জন

  বাংলাদেশে করোনাভাইরাস
  • নিউজ ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।

একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সর্বোচ্চ ১৬৪ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু বরণ করেছেন ১৫ হাজার ২২৯ জন।

বিজ্ঞাপন

আজ সোমবার (০৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ৬০৫টি পরীক্ষাগারে ৩৪ হাজার ২টি নুমনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ২১ থেকে ৩০ বছরের ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪৭ জন এবং ৬০ উর্ধ্বো ৮৩ জন।

বিভাগওয়ারি মৃতের সংখ্যায় বলা হয়েছে, ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রামে ১৮ জন, রাজশাহীতে ১৬ জন, খুলনায় ৫৫ জন, বরিশালে ৯ জন, সিলেটে ৮ জন, রংপুরে ১৬ জন এবং ময়মনসিংহে ৯ জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১২৩ জন, বেসরকারি হাসপাতালে ২৫ জন, বাসাতে ১৫ জন এবং হাসপাতালে মৃতবস্থায় আনা হয় ১ জন।