কিশোরগঞ্জে রোগীর চাপে বেড়েছে হাসপাতালের বেড

  বাংলাদেশে করোনাভাইরাস
  • শাহ ইসকান্দার আলী স্বপন, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জ ম্যাপ

কিশোরগঞ্জ ম্যাপ

কিশোরগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির চরম অবনতির মুখে বেড়েছে রোগীর চাপ। জেলার করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ সোমবার (৫ জুলাই) রাতে প্রকাশিত রিপোর্টেও সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

করোনা সংক্রমণ পরিস্থিতি প্রতিদিনই উদ্বেগজনক আকার ধারণ করায় অক্সিজেন সুবিধাসহ আরও ১০০ টি নতুন বেড সংযোজনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

সর্বশেষ রিপোর্টে জেলায় একদিনে ১০২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর বিপরীতে করোনাভাইরাস মুক্ত হয়ে জেলায় এদিন সুস্থ হয়েছেন মোট ৪০ জন। এছাড়া জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনজন মৃত্যুবরণ করেছেন। করোনা পজেটিভ হয়ে মারা যাওয়া তিনজনই নারী। তারা জেলার কটিয়াদী, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলার বাসিন্দা, যারা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কিশোরগঞ্জ  করোনা রোগীর জন্য বিশেষায়িত এই হাসপাতালটিতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলায় ক্রমবর্ধমান করোনা বিস্তারের খবর আসছে। কিশোরগঞ্জ জেলা শহরের পরিস্থিতিও ক্রমেই নাজুক আকার ধারণ করছে। পাড়া-মহল্লায় বাড়ছে রোগের বিস্তার ও রোগীর সংখ্যা।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ ডিপ্লোমা মেডিকেল অফিসার এসোসিয়েশনের সভাপতি ডা. গোলাম হোসেনের সাথে কথা বলে জানা গেছে শহরের প্রায় প্রতি বাড়িতেই এখন সর্দি কাশি ও শরীর ব্যাথার রোগী পাওয়া যাচ্ছে। করোনা পরীক্ষা করালে অধিকাংশ ক্ষেত্রেই রিপোর্ট পজেটিভ হওয়ায় তার সংগঠনের চিকিৎসকরা রোগীর পরীক্ষা করে সময় নষ্ট না করে তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার আগেই উপসর্গ দেখে চিকিৎসা দিচ্ছেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কয়েকটি টিমে কাজ করছেন চিকিৎসকগণ।

রাজনীতিবিদ সহ যেসব মানুষে জনসংযোগে বেশি জড়িত ছিলেন, এমন পরিবারের সদস্যরা বেশি আক্রান্ত হচ্ছেন। অতি  দ্রুত গতিতে কিশোরগঞ্জ শহরে ছড়িয়ে পড়ছে করোনার মারাত্মক প্রকোপ। শহরের এক রাজনীতিবিদের পরিবারের ৭ সদস্য ২ জন গৃহ পরিচারিকা সহ করোনা পজেটিভ হওয়ার পরদিনই তার পাশের বাড়ির ১৫ জন সদস্যের মধ্যে ১৩ জন করোনা পজেটিভ হয়েছে। এদের সবাই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের প্রধান ও স্বাস্হ্য মন্ত্রনালয়ের উপ পরিচালক ডা: হেলালউদ্দীন বার্তা২৪.কমকে জানান ইতিপুর্বে সাধারণ মানুষের মধ্যে করোনা টিকা নেয়ার আগ্রহ কম থাকায় ঢিলেঢালা ভাবে টিকাদান সম্পন্ন হলেও বর্তমানে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মানুষের মাঝে টিকা গ্রহনের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে।  সরকারি নিয়ম মেনেই প্রশাসন টিকাদান সম্পন্ন করছেন। এদিকে সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান জেলার করোনা পরিস্থিতির সার্বিক মনিটরিং সহ প্রতিদিন নিউজ লেটার প্রকাশ করে দৈনিক করোনা পরিস্থিতি অবহিত করছেন।

এদিকে কিশোরগঞ্জে কঠোর লকডাউন চলছে। যোগাযোগ করা হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বার্তা২৪ কে জানানো হয়, সেনাবাহিনী সহ তাদের সম্মিলিত প্রচেষ্টায় করোনা মহামারির যে কোনও সংকট মোকাবিলায় তারা সর্বক্ষেত্রে প্রস্তুত রয়েছেন। কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ প্রকৌশলী রেজোয়ান আহম্মদ তৌফিক কিশোরগঞ্জ অবস্থান করে জেলার করোনার সার্বিক পরিস্থিতির তদারকি করছেন।