শেষ এক সপ্তাহেই করোনায় এক হাজারের বেশি মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসদেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস শনাক্তে বা মৃত্যু প্রতিদিনই রেকর্ড ভাঙছে। ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দেশে করোনায় এখন পর্যন্ত ১৫ হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শেষ ৭ দিনেই (১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত) এক হাজার ৯০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (০৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের তথ্য ঘেঁটে দেখা যায়, শেষের এক হাজার রোগী মারা গেছেন গত সাত দিনে। আজ করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২১০ জনের মৃত্যুর খবর দেয় অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, দেশে করোনায় মৃত্যু ১৪ হাজার থেকে ১৫ হাজারে পৌঁছে ৮ দিনে, গত (২৭ জুন থেকে ৪ জুলাই-এ। সর্বশেষ এক হাজার মৃত্যুর আগে, এটিই ছিল দ্রুততম সময়ে এক হাজার করোনা রোগী মৃত্যুর রেকর্ড।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, করনোয় ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৬ জুলাই ১৬৩ এবং ৭ জুলাই ২০১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পঞ্চাশোর্ধদের আক্রান্ত ও মৃত্যুর হার বেশি। এর আগে ঢাকা বিভাগের মৃত্যুর সংখ্যা বেশি থাকত। কিন্তু গত কিছুদিন ধরে রাজশাহী ও খুলনা বিভাগে মৃত্যুর হার স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ৩১ মার্চ দেশে করোনায় মোট মৃত্যু ৯ হাজার ছাড়িয়েছিল। মৃত্যু ৮ হাজার থেকে ৯ হাজার ছাড়াতে সময় লেগেছিল ৬৭ দিন। ৯ হাজার থেকে মৃত্যু ১০ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল ১৫ দিন। আর ১০ হাজার থেকে ১১ হাজারে পৌঁছায় মাত্র ১০ দিনে।
এরপর ১১ মে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়িয়ে যায়। মৃত্যু ১১ থেকে ১২ হাজার পৌঁছায় ১৬ দিনে। গত ১১ জুন করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়ায়। মৃত্যুর সংখ্যা ১২ থেকে ১৩ হাজারে পৌঁছাতে সময় লাগে ৩১ দিন। গত ২৬ জুন করোনায় মৃত্যু ১৪ হাজারে পৌঁছায়। মৃত্যু ১৩ থেকে ১৪ হাজারে পৌঁছাতে সময় লাগে ১৫ দিন। আর মৃত্যু ১৪ থেকে ১৫ হাজারে পৌঁছাতে সময় লাগে ৮ দিন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।